বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:56 pm
October 29, 2025 10:56 pm

রাকিবের গোলেই সম্মান বাঁচল, হংকংয়ে ড্র করে ফিরল বাংলাদেশ

শেষ বাঁশি বাজার মুহূর্তে স্বপ্নটা হাতছাড়া হয়ে গেল, তবু লড়াইয়ের তেজ হারায়নি বাংলাদেশ।
কাইতাক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট তুলেছে লাল-সবুজের দল।
প্রথমার্ধে রক্ষণভাগের এক ভুলে পেনাল্টি থেকে পিছিয়ে পড়লেও, শেষ মুহূর্তে রাকিব হোসেনের দারুণ শটে সমতায় ফেরে বাংলাদেশ।

এই ড্রয়ের ফলে ‘সি’ গ্রুপে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ২ পয়েন্ট। হংকং ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে, এরপর সিঙ্গাপুর (৫ পয়েন্ট) ও ভারত (২ পয়েন্ট)। মূলপর্বে যাওয়ার সম্ভাবনা কার্যত ফিকে হলেও, দলের লড়াইয়ের মানসিকতা প্রশংসা কুড়াচ্ছে।


রক্ষণ ভুলে আগুনে পড়ে বাংলাদেশ

প্রথম থেকেই হংকং নিজেদের ছন্দে ছিল, আর বাংলাদেশ রক্ষণ গোছাতে ব্যস্ত।
৩৬তম মিনিটে ঘটে বিপত্তি—তারিক রায়হান কাজীর অমনোযোগিতায় বল হারিয়ে ডি-বক্সে ফার্নান্দো পেদ্রেইরাকে ফাউল করেন তিনি।
রেফারির বাঁশি বাজতেই পেনাল্টি। ঠাণ্ডা মাথায় ম্যাট ওর গোলরক্ষক মিতুল মারমাকে ভুল পথে পাঠিয়ে এগিয়ে দেন হংকংকে।

বিরতির আগে বাংলাদেশ তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারলেও, যোগ করা সময়ে সাদ উদ্দিনের ক্রসে হামজা চৌধুরীর হেড থেকে বিপদ তৈরি হয়। কিন্তু গোল পাওয়া হয়নি।


দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র

বিরতির পর মাঠে নামে এক নতুন বাংলাদেশ।
৪৯ মিনিটে তপু বর্মণের লম্বা পাসে ডানদিক থেকে সাদ দৌড় দেন, কিন্তু হংকং গোলরক্ষক কা উইং বল কুড়িয়ে নেন সময়মতো।
৬৪ মিনিটে দুই পরিবর্তন—জামাল ভূঁইয়াফাহামিদুল ইসলাম নামেন মাঠে, তাতে গতি আসে আক্রমণে।

৭৩তম মিনিটে নিশ্চিত সুযোগ নষ্ট হয়—সাদের নিখুঁত ক্রসে ফাঁকা জায়গা থেকে ফাহামিদুল পা ছোঁয়াতে পারেননি।
তবে ৭৫ মিনিটে হংকংয়ের অলিভার গারবিগ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত সুবিধা পায় বাংলাদেশ।


রাকিবের গোলে শেষ হাসি

শেষ দিকে বদলি ফয়সাল ফাহিমের বাম দিকের ক্রসে মাথা ছুঁইয়ে বল নামিয়ে দেন ফাহামিদুল, আর সেখান থেকে দৌড়ে এসে রাকিব হোসেনের নির্ভুল শট জালে জড়িয়ে যায়—বাংলাদেশ সমতায়।
এটা বাছাইপর্বে রাকিবের দ্বিতীয় গোল, এবং দলের জন্য মনোবল জোগানো মুহূর্ত।

শেষ ৬ মিনিটে জয়সূচক গোলের জন্য মরিয়া চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পায়নি দল। তবে ম্যাচ শেষে হাভিয়ের কাবরেরা সন্তুষ্ট—“এই মানসিকতা ও আত্মবিশ্বাসই আমাদের পরবর্তী ম্যাচে এগিয়ে নেবে,” বলেন তিনি।


 


 

?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *