বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:21 pm
October 29, 2025 8:21 pm

লালবাগ কেল্লায় জমকালো আয়োজনে উন্মোচিত বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি

ঐতিহ্য ও ক্রিকেটের অপূর্ব মেলবন্ধন ঘটলো রাজধানীর ঐতিহাসিক লালবাগ কেল্লায়। শুক্রবার বিকেলে সেখানে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের অফিসিয়াল ট্রফি।

লালবাগ কেল্লার পরী বিবির মাজার সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক—বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। তারা যৌথভাবে উন্মোচন করেন তিন ম্যাচের সিরিজের প্রতীকী ট্রফিটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের ঐতিহাসিক স্থাপনা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।

ট্রফি উন্মোচনের পটভূমিতে ছিল মুঘল স্থাপত্যের সৌন্দর্য, আর পেছনে বাজছিল ঐতিহ্যবাহী ঢাকের শব্দ—যেন ইতিহাসের সঙ্গে বর্তমানের এক দুর্লভ সংযোগ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *