বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:57 am
January 16, 2026 12:57 am

২০২৬ সালে ইউএইতে ঈদুল ফিতরের সম্ভাব্য দিন জানাল জ্যোতির্বিজ্ঞানীরা

সংযুক্ত আরব আমিরাত ২০২৬ সালের রমজান ও ঈদুল ফিতর ঘিরে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করেছে। যদিও মুসলিম বিশ্বে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রোজা ও ঈদের তারিখ চূড়ান্ত হয়, আধুনিক হিসাব–নিকাশ ভবিষ্যৎ সময়সূচি সম্পর্কে ধারণা দেয় আগেই।

গালফ নিউজের তথ্য অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে—২০২৬ সালে আমিরাতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ২০ মার্চ, শুক্রবার

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের ব্যাখ্যায় জানা যায়, ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ দেখা দিতে পারে ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার। তবে সেদিন চাঁদ দেখা অপেক্ষাকৃত কঠিন হওয়ার সম্ভাবনাও রয়েছে। সে হিসেবে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার

রমজান ৩০ দিনে পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় ঈদের ছুটিও দীর্ঘ হতে পারে। দেশটির সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, সম্ভাব্য ছুটি মিলতে পারে ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত—মোট চার দিন। এরপর ২৩ মার্চ সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

ঈদুল ফিতর ইসলামি চাঁদ–পঞ্জিকার অন্যতম বৃহৎ উৎসব। ভোরে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে উৎসব শুরু হয়; এরপর পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানো, দান–সদকা, আপ্যায়ন ও সামাজিক মিলনমেলার মধ্য দিয়ে উৎসব ছড়িয়ে পড়ে সারা দেশে।

সবকিছু পূর্বাভাস অনুযায়ী মিললে শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর হবে ২০ মার্চ ২০২৬। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইউএই মুন–সাইটিং কমিটি, চাঁদ দেখার ওপর ভিত্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *