প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিট্যান্স দ্রুত গ্রাহকের কাছে পৌঁছানোর বিষয়টি আরও কার্যকর করতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, যে কোনো রেমিট্যান্স ব্যাংকে পৌঁছালে তা একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবের মধ্যে জমা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর ঘোষণা করেছে। তবে ব্যাংকগুলোকে এই নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের জন্য সময় দেওয়া হয়েছে ৩১ মার্চ পর্যন্ত।
নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার ব্যাংক বা এডি ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা গ্রাহকের কাছে নিরাপদ ইলেকট্রনিক পদ্ধতিতে পৌঁছে দিতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত অর্থ অবশ্যই একই দিন এবং ব্যাংকিং সময়ের বাইরে প্রাপ্ত অর্থ পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাব জমা করতে হবে।
সুবিধাজনক ও দ্রুত লেনদেন নিশ্চিত করতে ব্যাংকগুলোকে স্ট্রেইট-থ্রু প্রসেসিং (এসটিপি) বা ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়া ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য প্রাপ্ত হলে কিছু নথিপত্র বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও রেমিট্যান্স গ্রাহকের হিসাব জমা দেওয়া যাবে। বাকি আনুষ্ঠানিকতা পরে সম্পন্ন করা যাবে।
নতুন এই নির্দেশনার মাধ্যমে প্রবাসী আয় দ্রুত এবং ঝামেলাহীনভাবে গ্রাহকের হাতে পৌঁছানোর আশা করা হচ্ছে।











