নৌ পুলিশ সাম্প্রতিক সাতদিনের (১ জানুয়ারি-৭ জানুয়ারি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, মাছের পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে। এই অভিযানে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মোট ৪ কোটি ৫৬ লাখ ২৪ হাজার ৪৬৫ মিটার অবৈধ জাল, ৩ হাজার ৯১৫ কেজি মাছ, ৫০ হাজার পিস বাটা মাছের পোনা এবং ১ হাজার ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি। পাশাপাশি নদী থেকে ৪৫৬টি ঝোপঝাড়ও ধ্বংস করা হয়েছে।
নৌ পুলিশ সদর দপ্তরের বরাতে জানা গেছে, বৈধ কাগজপত্র না থাকায় ৮৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অভিযানে ৬টি ড্রেজার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৩টি মৎস্য আইন, ১০টি বেপরোয়া গতি আইন, ৬টি অপমৃত্যু, ২টি মাদক মামলা, একটি নৌ দুর্ঘটনা মামলা, একটি নদী দূষণ, একটি চাঁদাবাজি, ৪টি বালুমহাল, একটি সামুদ্রিক মৎস্য আইন এবং একটি হত্যা মামলা। অভিযানের সময় ৮টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে এবং অবশিষ্ট মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে অবৈধ মাছ ও চিংড়ি বাণিজ্য নিয়ন্ত্রণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।











