সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি তার ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতির কথা শেয়ার করেন, যেখানে এক সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার মানসিক চাপ ও ভেঙে পড়ার অভিজ্ঞতার কথা উঠে আসে। সেই বক্তব্য প্রকাশের পরই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা।
এরপর ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় জোভান অনুতাপ প্রকাশ করে বলেন, কিছু কথা বলা তার উচিত হয়নি। তিনি জানান, অতিরিক্ত আবেগে বেশি বলে ফেলায় তিনি লজ্জিত এবং স্ত্রী ও সমাজের কাছে ক্ষমাপ্রার্থী। ভিডিও বার্তায় তার এই বক্তব্য নতুন করে কৌতূহল তৈরি করে ভক্তদের মধ্যে।
তবে বিষয়টি নিয়ে বিভ্রান্তি কাটাতে কালের কণ্ঠকে দেওয়া বক্তব্যে ভিন্ন ব্যাখ্যা দেন অভিনেতা। জোভানের ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনাটিই ছিল পরিকল্পিত দুষ্টামি। তিনি জানান, স্ত্রীকে পাশেই বসিয়ে মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখলে বোঝা যায়, সেখানে কোনো গম্ভীর অনুশোচনা নয়, বরং দুজনের হাসি-ঠাট্টাই মূল বিষয়। তার দাবি, ভিডিওটি কেবল বিনোদনের জন্যই তৈরি।
এদিকে অভিনয় ক্যারিয়ারেও সময়টা বেশ ভালোই যাচ্ছে জোভানের। অল্প সময়ের মধ্যেই তার একটি নাটক কোটি ভিউ অতিক্রম করেছে, যা আগের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, দর্শকের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পাওয়া সত্যিই আনন্দের। চলতি বছরে মুক্তি পাওয়া তার তিনটি কাজই ভালো সাড়া পেয়েছে বলে জানান তিনি। বিশেষ করে ‘তোমাদের গল্প’ নাটকটির কথা উল্লেখ করে বলেন, সেটিও দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জোভান জানান, নতুন বছরে অভিনয় নিয়ে আলাদা কোনো কৌশল ঠিক করছেন না। আগের মতোই গল্পকেই প্রাধান্য দিতে চান তিনি। তার মতে, কাজ করার সময় কখন কোন প্রজেক্ট সফল হবে তা বোঝা যায় না, তবে ভালো গল্পে বিশ্বাস রাখলেই সাফল্য আসে।











