বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 15, 2026 11:15 pm
January 15, 2026 11:15 pm

নেপালের মঞ্চে বিশ্বকাপের লড়াই, বাছাই পর্বের জন্য দল চূড়ান্ত করল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি প্রকাশিত সূচি অনুযায়ী নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ পর্বে ১৫ সদস্যের দল নিয়ে অংশ নেবে বাংলাদেশ নারী দল। অভিজ্ঞতা ও ধারাবাহিকতার ওপর ভরসা রেখে নেতৃত্বের দায়িত্ব আবারও দেওয়া হয়েছে নিগার সুলতানা জ্যোতির হাতে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

ঘোষিত দলে নিয়মিত মুখগুলোর পাশাপাশি রয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কাড়া কয়েকজন ক্রিকেটার। দলের প্রস্তুতি ও সম্ভাব্য পরিবর্তনের কথা মাথায় রেখে পাঁচজন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই তালিকায় রেখেছে বিসিবি। বাছাই পর্বে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি দেশ ছাড়বেন জ্যোতি, মারুফা আক্তার ও তাদের সতীর্থরা।

আগামী ১৮ জানুয়ারি থেকে নেপালের কীর্তিপুর ও মুলপানি ভেন্যুতে শুরু হবে বাছাই পর্বের ম্যাচগুলো। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ১০ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের সঙ্গে রয়েছে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। গ্রুপপর্বে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এই বাছাই পর্বের লক্ষ্য একটাই—ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। ইতোমধ্যে আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি চারটি টিকিটের জন্য লড়াই করবে এই বাছাই পর্বের দলগুলো। পাঁচ দল করে দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম ধাপ শেষে শীর্ষ তিন দল করে উঠবে সুপার সিক্সে। সেখানকার ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের শেষ চার দল।

মূল টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। সব মিলিয়ে নেপালের বাছাই পর্ব বাংলাদেশের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার বড় সুযোগ।

বাংলাদেশের দলে আছেন—নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া ও হাবিবা ইসলাম পিংকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *