বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:55 am
January 16, 2026 12:55 am

বিবিসির সঙ্গে নতুন করে যোগাযোগ করলেন শেখ হাসিনা

গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে ইমেইলে বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন সোমবার ঘোষিত হতে যাওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে সামনে রেখে বিবিসির গ্লোবাল অ্যাফেয়ার্স সংবাদদাতা আনবারাসান ইথিরাজনের পাঠানো প্রশ্নের উত্তর দেন তিনি।

বিবিসি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ত্যাগের পর শেখ হাসিনার সঙ্গে তাদের এটাই প্রথম ইমেইল-সাক্ষাৎকার। এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, এএফপি এবং দ্য ইনডিপেনডেন্ট ইমেইলের মাধ্যমেই তাঁর বক্তব্য প্রকাশ করেছিল।

বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ অবস্থায় আছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রচারে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা বহাল রেখেছে।

আইনি প্রক্রিয়া ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই প্রকাশিত হলো শেখ হাসিনার এই নতুন সাক্ষাৎকার, যা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *