বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:16 am
January 16, 2026 2:16 am

ইনিংস ব্যবধানে দাপুটে জয় পেল বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দারুণ আধিপত্য দেখিয়ে ইনিংস ও ৪৭ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকাল থেকেই আয়ারল্যান্ড চেষ্টা করেছিল লড়াই টিকিয়ে রাখার, তবে শেষ পর্যন্ত টাইগারদের সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা।

ম্যাচের নিয়ন্ত্রণ আগের দিনই নিজেদের হাতে নিয়ে রেখেছিল বাংলাদেশ। মাত্র ৮৫ রানে আয়ারল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে দেয় টাইগার বোলাররা। চতুর্থ দিনে এসে অ্যান্ডি ম্যাকব্রাইনের লড়াই কিছুটা চাপে ফেললেও ফল বদলানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি আয়ারল্যান্ড।

ম্যাকব্রাইন প্রথম সেশনে ফিফটি তুলে লড়াই জমিয়ে তুলেছিলেন। কিন্তু লাঞ্চের পর দ্রুতই তাঁর প্রতিরোধ থামান নাহিদ রানা। খাটো লেন্থে পুল করতে গিয়ে ভুল টাইমিংয়ে বল তুলে দেন শর্ট মিডউইকেটে, ক্যাচ নেন হাসান মুরাদ। ম্যাকব্রাইন আউট হন ৫২ রানে।

এরপর জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৪ রানের জুটি গড়ে কিছুটা আশা দেখান। তবে হাসান মুরাদের ঘূর্ণিতেই ভাঙে সেই জুটি—ছক্কা মারতে গিয়ে লং-অফে ক্যাচ দেন নিল। দ্বিতীয়বারের চেষ্টায় ক্যাচটি গ্লাভসে জড়ান সাদমান। নিল করেন ৩৬ রান।

শেষ প্রতিরোধও ভেঙে যায় রিভিউতে। তাইজুলের বলে ব্যাটের কানায় লেগে বল লিটনের গ্লাভসে জমা পড়লেও আম্পায়ার আউট দেননি। রিভিউতে স্পষ্ট এজ ধরা পড়লে ফিরতে হয় ম্যাককার্থিকে। তাঁর ব্যাট থেকে আসে ২৫ রান।

দিনের শুরুতে আয়ারল্যান্ড ছিল ৫ উইকেটে ৮৬। ম্যাকব্রাইন ও হামফ্রিজ মিলে কিছুটা প্রতিরোধ গড়লেও বেশি দূর যেতে পারেননি। তাইজুলের বলে স্লগ সুইপ করতে গিয়ে কানায় লেগে সহজ ক্যাচ দেন হামফ্রিজ, নেন সাদমান।

এদিন রিভিউয়ের নাটকও ছিল দেখার মতো—ম্যাকব্রাইন পরপর দুই বলে বেঁচে যান, বালবার্নিও রিভিউতে রক্ষা পান। তবে শেষ পর্যন্ত হাসান মুরাদের ঘূর্ণনে ধৈর্যশীল বালবার্নির ইনিংসও থামে এলবিডব্লিউ হয়ে। রিভিউতেও বদলায়নি সিদ্ধান্ত। তাঁর বিদায়ে ভাঙে ৬৬ রানের জুটি।

বাংলাদেশের ৫৮৭ রানের বিশাল প্রথম ইনিংসের জবাবে আয়ারল্যান্ড দুই ইনিংস মিলিয়ে করতে পারে ৫৪০ রান। ফল—টাইগারদের ইনিংস ব্যবধানে আত্মবিশ্বাসী জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *