বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:11 am
January 16, 2026 2:11 am

মেট্রো রেলে কর্মবিরতি স্থগিত, রাতেই ফিরছে স্বাভাবিক চলাচল

দিনভর অনিশ্চয়তার পর অবশেষে কর্মবিরতি তুলে নিয়েছেন মেট্রো রেলের আন্দোলনরত কর্মীরা। সিদ্ধান্ত অনুযায়ী রাত থেকে পুনরায় ট্রেন চালু হচ্ছে, আর স্টেশনগুলোও খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায় এবং মতিঝিলমুখী শেষ ট্রেন স্টেশন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

জানা গেছে, কর্মীদের দাবি-দাওয়া নিয়ে ১৮ ডিসেম্বর বিশেষ বোর্ড সভার ঘোষণার পর আন্দোলনকারীরা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেন। ফলে সন্ধ্যার পরই স্টেশনগুলোতে নিরাপত্তা ও অপারেশন টিমকে কাজে ফেরানো হয়।

শুক্রবার বিকেলে নির্ধারিত সময় অনুযায়ী মেট্রো রেলের দুটি রুট থেকেই ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে যাত্রী ভোগান্তি চরমে ওঠে। সকাল থেকে পূর্ণ কর্মবিরতিতে থাকায় হাজারো যাত্রীকে বিকল্প পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়।

স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে দেরি হওয়ার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছিল ডিএমটিসিএল-এর একাংশ কর্মকর্তা-কর্মচারী। গতকাল রাতেই কর্তৃপক্ষ জানিয়েছিল, শুক্রবার মেট্রো চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কিন্তু আন্দোলনকারীরা সেই ঘোষণা উপেক্ষা করেন।

ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, দাবিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে এবং বোর্ড সভায় চাকরি বিধিমালার বিষয়টি অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। তার ভাষায়, “দাবি পূরণের পথ তৈরি হয়ে গেছে, তাই কর্মবিরতির যৌক্তিকতা আর থাকে না।”

প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ একটি সূত্র জানিয়েছে, বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদিত হলে দীর্ঘদিনের স্থবিরতা দূর হবে এবং কর্মীদের কাঙ্ক্ষিত কাঠামোও কার্যকর হবে। আন্দোলনকারীদের এ নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামীকাল থেকেই সবাইকে নিয়মিত দায়িত্বে যোগ দিতে হবে।

কর্মবিরতি স্থগিত হওয়ায় রাত থেকেই মেট্রো রেলে স্বাভাবিক কার্যক্রম ফেরার আশা করা হচ্ছে, যা স্বস্তি ফিরিয়ে আনবে সাধারণ যাত্রীদের মাঝেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *