বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:22 pm
October 29, 2025 8:22 pm

৮ বল হাতে রেখে টাইগারদের দারুণ জয়

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯তম ওভারেই ম্যাচ শেষ করে ফেলে টাইগাররা। হাতে ছিল এখনো ৮ বল, হারিয়েছে ৬ উইকেট।

শুরুটা ছিল দারুণ, কিন্তু মাঝপথে রশিদ খানের ঘূর্ণিতে চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষ হাসি হেসেছেন নুরুল হাসান ও রিশাদ হোসেন। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের প্রথম দুই বলে লং অন ও থার্ডম্যান দিয়ে টানা দুটি ছক্কা হাঁকান নুরুল। এরপর এক রান নিয়ে স্ট্রাইক দেন রিশাদকে। রিশাদও চতুর্থ বলে বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন জয়।

আফগানিস্তান এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান তোলে। শুরুতে বাংলাদেশের বোলাররা দারুণ নিয়ন্ত্রণে রাখলেও শেষ দিকে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির ঝোড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো রান পায় আফগানরা। তবে সেটি যথেষ্ট হয়নি টাইগারদের থামাতে।

বাংলাদেশ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নেয় এবং সিরিজে এগিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *