বলিউড তারকা অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন নিজেদের নিয়ে তৈরি হওয়া ভুয়া ও মানহানিকর ডিপফেক ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। এই দম্পতি সরাসরি ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন, যেখানে তারা প্রায় ৪ কোটি টাকা (৪৫০,০০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, মামলার আবেদনে শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, বরং ডিপফেক ভিডিও প্রচার ও শেয়ারের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন তারা।
অভিযোগে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তাদের মুখ, কণ্ঠস্বর ও শরীরের অবয়ব কৃত্রিমভাবে জুড়ে তৈরি করা হয়েছে শত শত ভিডিও। এসব ভিডিওতে কখনো অভিষেককে অপর এক নায়িকার সঙ্গে আপত্তিকর দৃশ্যে দেখানো হয়েছে, আবার কোথাও ঐশ্বরিয়া রাইকে সালমান খানের সঙ্গে ডিনার করতে দেখা গেছে। কিন্তু বাস্তবে সবই মনগড়া ও ভিত্তিহীন।
তারকা দম্পতির দাবি, এসব ভুয়া কনটেন্ট শুধু তাদের পেশাগত মর্যাদা নষ্ট করছে না, বরং তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও মৌলিক অধিকারের ওপরও আঘাত হানছে। এজন্য আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়ে তারা আবেদন করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ভিডিও আর প্রকাশ বা প্রচার করা না যায়।










