ইলিশের প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টার পর থেকেই কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, পদ্মা-মেঘনার প্রায় ৭০ কিলোমিটার নদী অংশকে এ সময় ‘ইলিশের অভয়াশ্রম’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ সময় ইলিশ মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিপণন ও মজুত – সবকিছুই নিষিদ্ধ থাকবে।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার গঠন করেছে বিশেষ টাস্কফোর্স। জেলা প্রশাসনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ একযোগে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চলছে ব্যাপক সচেতনতামূলক প্রচার।
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ নামের এই কর্মসূচির আওতায় ৩৭ জেলার ১৬৫ উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি চাল বরাদ্দ করা হয়েছে, যা মোট ১৫ হাজার টনেরও বেশি চাল।
মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, নিষেধাজ্ঞার সময়সীমা কার্যকরভাবে মানার কারণে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বাজারে এখন ইলিশের দাম উচ্চ পর্যায়ে রয়েছে। মাঝারি আকারের (৯০০–১১০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।











