নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। কলম্বোতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে পাকিস্তানকে তারা হারিয়েছে ৭ উইকেট ও ১১৩ বল হাতে রেখে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এমন জয় বিশ্বকাপ অভিযানে এনে দিল আত্মবিশ্বাসী সূচনা।
প্রথমে টস জিতে ব্যাটিং নেয় পাকিস্তান। কিন্তু শুরুতেই ঝড় তোলেন মারুফা আক্তার। নিজের প্রথম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে টানা দুই ব্যাটার উমাইমা সোহেল ও সিদরা আমিনকে গোল্ডেন ডাকের শিকার করেন তিনি। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ধসে পড়ে পাকিস্তানের টপ অর্ডার।
পরে কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের স্পিনে একে একে ভেঙে পড়ে পাকিস্তানি ব্যাটিং। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা থামে ১২৯ রানে। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নিয়েছেন ৩ উইকেট, মারুফা ও নাহিদা নেন ২টি করে।
রান তাড়ায় শুরুটা কিছুটা বিপর্যস্ত ছিল। ৭ রানের মাথায় ফারজানা হক আউট হন মাত্র ২ রানে। শারমিন আক্তারও ধীর ইনিংস খেলে ফেরেন ১০ রানে। তবে এরপর রুবাইয়া হায়দার কাঁধে নেন দায়িত্ব। অধিনায়ক নিগার সুলতানা ও পরে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে তিনি ম্যাচ বের করে আনেন।
রুবাইয়া খেলেন ৭৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস, যেখানে ছিল ৮টি চমৎকার বাউন্ডারি। নিগার যোগ করেন ২৩ রান আর সোবহানা থাকেন ২৪ রানে অপরাজিত। দলীয় সমন্বিত ব্যাটিংয়ের জোরেই সহজ জয় পায় বাংলাদেশ।
এই জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের সেরা হিসেবে স্বর্ণা ও রুবাইয়ার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।











