বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:25 pm
October 29, 2025 8:25 pm

সিরিয়ায় সরকারি বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত চারজন

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সরকারি বাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী বাসটি দেইর আজ জোরআল-মায়াদিন শহরের মধ্যবর্তী একটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে গুরুতর আহত হন।

আহতদের মধ্যে তেল স্থাপনায় কর্মরত শ্রমিক ছাড়াও স্থানীয় বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানা গেছে। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে।

আল জাজিরা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তার পাশে থেমে আছে এবং নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

এ ঘটনাকে সিরিয়ার পূর্বাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম মারাত্মক হামলা হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল। এখনো কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের সময়ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক বাহিনীর ওপর এ ধরনের একাধিক হামলা চালানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *