চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিক্যাল কোম্পানি লিমিটেডের গুদামে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ছয় ঘণ্টা পার হলেও রাত ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বরং আগুন ক্রমেই নতুন নতুন স্থানে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি স্টেশনের ২৩টি ইউনিট টানা কাজ করছে। পাশাপাশি নৌবাহিনী ও সেনাবাহিনীর কয়েকটি দলও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিচ্ছে।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “আগুন নিয়ন্ত্রণে আমাদের সব ইউনিট কাজ করছে। সেনাবাহিনী ও নৌবাহিনীও সহায়তা করছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, সময় লাগবে।”
অগ্নিকাণ্ডের সময় আটতলা ভবনটিতে প্রায় সাত শতাধিক শ্রমিক ও কর্মকর্তা কাজ করছিলেন। মালিকপক্ষ দাবি করেছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আগুনের ধোঁয়ায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন প্রথমে সাততলায় লাগে এবং দ্রুত ছয়তলা ও পাঁচতলায় ছড়িয়ে পড়ে। ভবনের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
রাত পর্যন্ত ধোঁয়ায় পুরো ইপিজেড এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, আশপাশের কারখানাগুলোও এখন উচ্চ ঝুঁকিতে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো একের পর এক ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। এ ঘটনায় ভবন ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “ভেতরে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। তবে মালিকপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েননি।”










