বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:57 am
January 16, 2026 12:57 am

১২ ঘণ্টা পর ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হ্যাক হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর তাদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ব্যাংকের ফেসবুক পেজটি হ্যাক হয়। হ্যাকার গ্রুপ ‘MS 470 X’ প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো বসিয়ে দেয় এবং এক পোস্টে দাবি জানায় যে, ব্যাংকের তথাকথিত অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিও জানানো হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়।

ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম জানান, “দিনভর আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি এবং অবশেষে বিকেল ৪টার দিকে পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।”

অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সম্প্রতি ইসলামী ব্যাংক ব্যাপক জনবল ছাঁটাই করেছে। প্রায় চার শতাধিক কর্মকর্তা সরাসরি বরখাস্ত হয়েছেন, অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এছাড়া বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় প্রায় ৪,৯৫৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে ব্যাংক।

এমন পরিস্থিতিতে পেজ হ্যাক হওয়ার ঘটনাটি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। যদিও ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের পেজ সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

আইটি নিরাপত্তা ব্যবস্থা ও ব্যাংকের সুনাম নিয়ে এই ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *