শাহরুখ খানের ছেলে আরিয়ান খান নিজের প্রথম ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’ দিয়েই ঝড় তুলেছেন বিশ্বজুড়ে। মুক্তির পর থেকেই নেটিজেনদের আলোচনায় ছিল সিরিজটি। তবে এতদিন নীরব ছিলেন আরিয়ান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতির মাধ্যমে তিনি নিজের অনুভূতি প্রকাশ করলেন।
আরিয়ান বলেন, “যখন কাজ করতে গিয়ে পরিস্থিতি কঠিন হয়ে যেত, তখন মনে হতো জয়রাজের কণ্ঠ শুনছি—‘হারতে আর হার মেনে নিতে অনেক ফারাক আছে’। প্রথমে মনে হয়েছিল এটা অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝলাম এটা ঘুমের অভাব আর ক্লান্তির ফল। তবু সেই দর্শনই আমাকে সামনে এগোতে সাহায্য করেছে। আজ যখন দেখি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটা আমার কাছে আবেগঘন মুহূর্ত।”
তিনি আরও জানান, এ কারণেই গল্প বলার প্রতি তার গভীর আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বজুড়ে দর্শকের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আরিয়ান বলেন, “গল্পটি এখন শুধু আমার নয়, এটি দর্শকদের হয়ে গেছে। বিভিন্ন দেশে সিরিজটি ট্রেন্ড করছে, ভক্তরা রিলস, মিম, এমনকি নানা ফ্যান থিওরিও বানাচ্ছেন। নেটফ্লিক্সের জন্যই গল্পটি বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে।”
গৌরী খান প্রযোজিত এই সিরিজে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর ও রাঘব জুয়ালসহ অনেকেই। এছাড়া বিশেষ ক্যামিওতে দেখা গেছে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এসএস রাজামৌলী, ইমরান হাশমি ও আরশাদ ওয়ারসিকে।











