৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ সম্মান গোল্ডেন লায়ন জিতেছে জিম জারমুশ পরিচালিত ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত একটার দিকে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। খবর জানিয়েছে ভ্যারাইটি।
কেট ব্ল্যানচেট অভিনীত এই চলচ্চিত্রে তিনটি দেশের প্রেক্ষাপটে তিনটি ভিন্ন গল্প বলা হয়েছে—‘ফাদার’ অধ্যায়ের পটভূমি যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, ‘মাদার’ অধ্যায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন, আর ‘সিস্টার ব্রাদার’ অধ্যায় প্যারিসকে ঘিরে। পারিবারিক সম্পর্ক, বিশেষ করে প্রাপ্তবয়স্ক সন্তানদের সঙ্গে বাবা–মায়ের টানাপোড়েন ও ভাইবোনের সম্পর্ককে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে কাহিনি। ছবিতে কেট ব্ল্যানচেটের পাশাপাশি রয়েছেন অ্যাডাম ড্রাইভারও।
অন্যান্য পুরস্কার
- গ্র্যান্ড জুরি পুরস্কার: দ্য ভয়েস অব হিন্দ রজব — ফরাসি–তিউনিসীয় নির্মাতা কাওথের বেন হানিয়ার এই ছবিটি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬ বছরের শিশু হিন্দ রজবের বাস্তব ঘটনার অবলম্বনে নির্মিত।
- সেরা পরিচালক: বেনি সাফদি (দ্য স্ম্যাশিং মেশিন, অভিনয়ে ডোয়াইন জনসন)।
- বিশেষ জুরি পুরস্কার: ইতালিয়ান নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রসি, তাঁর সাদা-কালো তথ্যচিত্র বিলো দ্য ক্লাউডস।
- সেরা অভিনেত্রী: জিন ঝিলেই (দ্য সান রাইজেস অন আস অল)।
- সেরা অভিনেতা: টনি সারভিল্লো (লা গ্রাজিয়া)।
এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের সাত সদস্যের জুরিবোর্ডের নেতৃত্ব দিয়েছেন মার্কিন নির্মাতা অ্যালেক্সান্ডার পেইন। গত ২৭ আগস্ট শুরু হওয়া ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নানা আলোচনার পর্দা নামল এবারের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে।











