বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:42 pm
October 29, 2025 10:42 pm

“অল্প সময়ের সরকারে সবকিছু পাল্টানো সম্ভব নয়”—সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে বলেন, শিল্পী-সাহিত্যিকদের মৃত্যু পরবর্তী সময়ে বড় করে স্মরণ করা হলেও জীবিত অবস্থায় তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না—এমন প্রশ্ন বহুবার এসেছে। আহমদ রফিকের মৃত্যুকে ঘিরেও একই প্রশ্ন উঠেছে।

ফারুকী জানান, আহমদ রফিক জীবিত থাকাকালেই তাদের সঙ্গে যোগাযোগ ছিল। সরকারের পরিকল্পনা হলো বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ও সাহিত্যিকদের জীবন ও কর্মকে উৎসবমুখরভাবে উদযাপন করা। এর জন্য শিল্পকলা একাডেমি একটি ক্যালেন্ডার তৈরি করছে। তিনি উল্লেখ করেন, যাতে এসব অনুষ্ঠান কেবলমাত্র আনুষ্ঠানিক সরকারি রুটিন না হয়ে যায়, সেজন্য আলাদা করে কিউরেশন বা পরিকল্পনা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, সলিমুল্লাহ খান ও ব্রাত্য রাইসুর উদযাপনের ধরণ একই হতে পারে না।

তিনি আরও জানান, পরিকল্পনা চূড়ান্ত হওয়ার আগেই নানা উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। সম্প্রতি সাবিনা ইয়াসমিনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, যা দর্শক-শ্রোতার কাছে ব্যতিক্রমী অভিজ্ঞতা ছিল। ৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী উপলক্ষে লালবাগ কেল্লায় ধ্রুপদী সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হবে। সেখানে নতুন প্রজন্মের শিল্পীদের পাশাপাশি তাঁর উত্তরসূরী সিরাজ খাঁও পরিবেশনা করবেন।

ফারুকী বলেন, “আমরা চাই, যারা জীবিত আছেন এবং যারা আমাদের ছেড়ে গেছেন—সবার কাজকে উদযাপন করতে। এর মধ্যে বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, রক লেজেন্ড জেমস, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুনসহ আরও অনেকে আছেন। তালিকায় আহমদ রফিকও রয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে তাঁর শারীরিক অবস্থা ভালো না থাকায় জীবিতাবস্থায় এমন আয়োজন সম্ভব হয়নি।”

তিনি পরিষ্কার করেন, সরকার তাঁর দায়িত্ব পালন করেছে এবং করছে। তবে শিল্পী-সাহিত্যিকদের আর্থিক সহযোগিতা দিয়ে তা প্রচার করা তাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে, তাই সাহায্যগুলো প্রচারের বাইরে রাখা হয়েছে।

ফারুকীর ভাষায়, “আমরা অল্প সময়ের সরকার, তাই সব পরিবর্তন আনা সম্ভব নয়। কিন্তু সংস্কৃতির অন্তর্ভুক্তি ও বহুমাত্রিক বয়ানকে (narrative) সামনে আনার চেষ্টা চলছে। শিল্পকলা একাডেমিতে গান-নাচের স্কুল, নতুন বিভাগ, আন্তর্জাতিক চলচ্চিত্র, থিয়েটার ও সঙ্গীত উৎসব, বিয়েনালে পুনর্জীবন—এসব পরিকল্পনা প্রক্রিয়াধীন। এগুলো সময়সাপেক্ষ, তবে আমরা শুরুটা করে দিচ্ছি। ভবিষ্যৎ সরকার এগুলোকে আরও দূর পর্যন্ত নিয়ে যাবে। আর আমি ব্যক্তিগতভাবে এই কঠিন দায়িত্ব থেকে মুক্তি পেলে আমার নিজের চলচ্চিত্রে ফিরতে পারব।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *