বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 3:43 am
January 16, 2026 3:43 am

গাজাগামী ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল

গাজায় অবরোধ ভাঙার উদ্দেশ্যে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় যোগ দেওয়া ১৩৭ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মীকে তুরস্কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তুর্কি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩৬ জন তুর্কি নাগরিক। এছাড়াও যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং জর্ডানের নাগরিকরাও আছেন।

প্রথম ধাপে ইতোমধ্যে কিছু ইতালীয় যাত্রীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, ফ্লোটিলায় থাকা ২৬ জন ইতালীয়র মধ্যে ১১ জন ফিরেছেন, বাকি ১৫ জন এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন। আগামী সপ্তাহে তাদেরও ইউরোপে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, আটক সকলেই বর্তমানে “সুস্থ ও নিরাপদ” আছেন এবং দ্রুততম সময়ে নির্বাসন প্রক্রিয়া শেষ করতে তারা আগ্রহী।

তবে সমালোচনা করেছে মানবাধিকার সংস্থা আদালাহ। তারা বলেছে, আটক কয়েকজনকে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এছাড়া তাদের পর্যাপ্ত পানি, ওষুধ এবং টয়লেট ব্যবহারের অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *