বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 30, 2025 1:41 am
October 30, 2025 1:41 am

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা: মুহূর্তেই আগুনে পুড়ে ছাই, বহু হতাহতের আশঙ্কা

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি ভলভো বাস সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, ‘কাবেরি ট্রাভেলস’-এর একটি প্রাইভেট এসি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। কয়েক মিনিটের ব্যবধানে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে, এবং যাত্রীরা ভেতরে আটকা পড়ে যায়।

কুরনুল জেলার পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল এনডিটিভিকে জানান, “বাসটি এসি হওয়ায় দরজা খুলে যাত্রীদের বের হওয়ার সুযোগ ছিল না। যারা জানালার কাচ ভেঙে পালাতে পেরেছেন, কেবল তারাই প্রাণে বেঁচে গেছেন।”

তিনি আরও বলেন, “বাসটিতে দুই চালকসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।”

তবে এখন পর্যন্ত মৃত ও নিখোঁজের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি পুলিশ। উদ্ধার তৎপরতা এখনও চলমান।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ অক্টোবর রাজস্থানের থাইয়াত গ্রামে একই ধরনের এক দুর্ঘটনায় জয়সালমের-যোধপুরগামী একটি বাসে আগুন লেগে ২২ জনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে তিনটি শিশু ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *