বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 1:03 am
January 16, 2026 1:03 am

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন দাখিলের সময়

শেষ মুহূর্তের ভিড় আর প্রস্তুতির সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এনবিআর সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও, এ বছর অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করায় দুই দফায় সময় বাড়ানো হলো। এর আগে প্রথম দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং করদাতাদের সুবিধার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, প্রথমবারের মতো ই-রিটার্ন বাধ্যতামূলক করায় অনেক করদাতা এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারেননি। তাদের পর্যাপ্ত সময় দিতেই এই এক মাসের বাড়তি সুযোগ। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এর আগে জানিয়েছিলেন, অনলাইনে রিটার্ন জমা দেওয়া একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখেই সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা সফলভাবে অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্ট থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক করার পর থেকে ই-রিটার্ন পোর্টালে করদাতাদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এনবিআর মনে করছে, সময় বাড়ানোর ফলে নিবন্ধিত বাকি করদাতারাও কোনো ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয় ও করের হিসাব জমা দিতে পারবেন। যারা এখনো রিটার্ন জমা দেননি, তাদের দ্রুত অনলাইনে প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *