বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 5:05 am
January 16, 2026 5:05 am

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে সাত মাস ধরে অসুস্থ। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল মইন জয় ভার্চুয়ালি কানাডা থেকে অংশ নিয়ে এ তথ্য জানান।

মিরাজুল মইন জানান, তার বাবা এপ্রিল মাস থেকে চিকিৎসার জন্য লন্ডনে আছেন। চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন কথা বলায় সমস্যা ও স্মৃতিভ্রংশের সঙ্গে লড়ছেন। ৯ এপ্রিল ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার মাথায় টিউমার ধরা পড়ে। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের চিকিৎসকরা অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে লন্ডনে নেওয়া হয়।

লন্ডনের হারলি স্ট্রিট ক্লিনিকে দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, টিউমারের বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। এই চিকিৎসা ছয় সপ্তাহ চলবে, এবং পরে অন্তত আরও চার সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় দেশের মানুষকে তার বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করার অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *