ভারতের ঐতিহাসিক জয়ের পর কেটে গেছে এক মাস, কিন্তু এখনো তাদের হাতে উঠেনি ২০২৫ সালের এশিয়া কাপের স্বর্ণখচিত ট্রফি। পাকিস্তানকে হারিয়ে ২৮ সেপ্টেম্বর শিরোপা জয়ের পর থেকে ট্রফিটি কার্যত “অদৃশ্য” হয়ে আছে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, এটি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির নিয়ন্ত্রণে রয়েছে, এবং সেটি নাকি এখন আবুধাবির এক গোপন স্থানে সংরক্ষিত।
দুবাইয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা এসিসির দুবাই অফিসে গেলে তাঁকে জানানো হয় যে ট্রফিটি সেখান থেকে সরানো হয়েছে এবং মহসিন নাকভির নির্দেশে অন্যত্র রাখা আছে।
প্রথমদিকে ট্রফিটি দুবাইয়ের আইসিসি একাডেমি কমপ্লেক্সের এসিসি অফিসে বিশেষ সেফে লক করা ছিল। পরে নাকভির আদেশে সেটি সরানো হয়। তাঁর বক্তব্য ছিল— “আমার অনুমোদন ছাড়া এই ট্রফি কোথাও নেওয়া যাবে না।”
ফাইনাল ম্যাচ শেষে ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিল, কারণ তারা চায়নি নাকভির হাত থেকে ট্রফি নিতে। এরপর থেকেই বিষয়টি জটিল হয়ে ওঠে। নাকভি জানিয়েছেন, ট্রফি হস্তান্তর হবে শুধুমাত্র একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে অন্তত একজন ভারতীয় খেলোয়াড় উপস্থিত থাকবেন— এই শর্তে।
অন্যদিকে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসিকে চিঠি পাঠিয়ে দ্রুত ট্রফি হস্তান্তরের অনুরোধ জানিয়েছে। কিন্তু মহসিন নাকভির অবস্থানের কারণে সমাধান এখনো অনিশ্চিত।
এশিয়া কাপের গৌরবময় ট্রফি এখন যখন আবুধাবির এক অজানা স্থানে “নিখোঁজ”, তখন পুরো ক্রিকেট দুনিয়াই অপেক্ষায়— কখন শেষ হবে এই ট্রফি রহস্যের অধ্যায়।










