বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:26 pm
October 29, 2025 8:26 pm

মিরপুর কালশীতে কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় অবস্থিত ‘বিবাহ বাড়ি’ কমিউনিটি সেন্টারের ছয়তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেন্টারের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পাওয়ার পরই নিকটস্থ স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় রাত ১১টা ২৭ মিনিটে

বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আর আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান

তিনি বলেন, “রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। আগুনটি কমিউনিটি সেন্টারের ছয়তলা ভবনের সর্বোচ্চ তলায় লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোনো হতাহতের খবরও মেলেনি বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভবনটি জনবহুল এলাকায় অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সতর্কতার সঙ্গে কাজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *