দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের (৫) মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৬৬৮ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
চলতি বছর ডেঙ্গুর ভয়াবহতা বেড়েছে। এখন পর্যন্ত (২৩ সেপ্টেম্বর) মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ১৭৩ জনে। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৮২ জনে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে ৬০.৩ শতাংশ পুরুষ এবং ৩৯.৭ শতাংশ নারী।











