অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ ২০১১ সালে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। এরপর অনেক চেষ্টা করেও আর জয়ের দেখা পায়নি ইংলিশরা। অবশেষে সেই খরা কাটিয়েছে জো রুট ও বেন স্টোকসরা। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট মাত্র দুই দিনেই জিতে নিয়েছে সফরকারীরা। অজিদের ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
পার্থের পর মেলবোর্ন টেস্টও শেষ হয়েছে দুই দিনে। ১২৯ বছর পর অ্যাশেজে এক সিরিজে দুটি টেস্ট দুই দিনে শেষ হলো। পার্থ টেস্টে মাত্র ৮৪৭ বলেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড মেলবোর্ন টেস্ট জিতে নিলো ৮৫২ বলে। সব মিলিয়ে এবারের অ্যাশেজের প্রথম ৪ টেস্ট শেষ হলো ১৩ দিনে।
মেলবোর্ন টেস্টের প্রথম দিনেই ২০ উইকেটের পতন হয়। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৫২ রানের জবাবে ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি অজিরা। মাত্র ১৩২ রানে অলআউট হয় স্বাগতিকরা।
ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ১৭৫ রানের। এ দিন ইংলিশদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ৫১ রানের জুটি গড়েন তারা। এরপর ২৬ বলে ৩৪ রান করে স্টার্কের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন ডাকেট।
এরপর ক্রিজে এসে সফল হতে পারেননি ব্রাইডন কার্স। মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ১১২ রানে ব্যক্তিগত ৩৭ রানে ফেরেন ক্রলি, স্কট বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হন তিনি।
ইংল্যান্ড তখন এগোচ্ছিল প্রথমবার অ্যাশেজ খেলা জ্যাকব বেথেলের ব্যাটে। তবে দলীয় ১৩৭ রানে ব্যক্তিগত রানে বোল্যান্ডের বলে আউট হন এই বাঁহাতি।
এরপর ১৫ রান করে রিচার্ডসনের বলে এলবিডব্লিউ হন জো রুট। এরপর উইকেট দিয়ে এসেছেন স্টোকসও। তবে জেমি স্মিথ ও হ্যারি ব্রুক ইংল্যান্ডের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন।











