বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 11:43 pm
October 29, 2025 11:43 pm

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব পণ্য ধ্বংস: উপদেষ্টা শেখ বশির উদ্দীনের বক্তব্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে আমদানি করা সব ধরনের পণ্যই পুড়ে গেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, “আমদানি করা যত পণ্য ছিল—সবই আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। এখন আমরা খাতভিত্তিকভাবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ নির্ধারণের চেষ্টা করছি।”

রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, ঘটনাটির পূর্ণাঙ্গ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগুনের কারণ, পেছনের ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সকল দিক বিশ্লেষণ করবে। তিনি আরও বলেন, “যদি কারো কোনো ব্যত্যয় বা অবহেলা থেকে থাকে, তা চিহ্নিত করা হবে। গোয়েন্দা সংস্থা, বিমানবন্দর কর্তৃপক্ষ ও অন্যান্য তদন্ত সংস্থার সমন্বয়ে এই রহস্য উদঘাটন করা হবে।”

শেখ বশির উদ্দীন জানান, বর্তমানে নতুন যেসব পণ্য দেশে আসছে, সেগুলো যেন সরবরাহে কোনো বিলম্ব বা জটিলতা তৈরি না হয়, সে লক্ষ্যে পরবর্তী সাত দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চলবে। ক্ষতিগ্রস্তদের বিমা (ইন্সুরেন্স) কাভারেজও যাচাই করা হচ্ছে—বিমানবন্দর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উভয় দিক থেকেই।

অগ্নিকাণ্ডের কারণে শনিবার প্রায় ২১টি ফ্লাইট বাতিল হয়েছিল জানিয়ে উপদেষ্টা বলেন, “যাত্রীদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী তিন দিন অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অতিরিক্ত ফ্লাইটগুলোর জন্য কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত কার্গো এলাকায় নিরাপত্তা ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় বিশেষ সতর্কতা জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *