বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 1:05 pm
October 29, 2025 1:05 pm

দ্বিতীয় ওয়ানডের আগে স্পিনে জোর বাড়াল বাংলাদেশ, দলে ফিরলেন নাসুম আহমেদ

প্রথম ওয়ানডেতে স্পিনের ভেল্কিতে ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করেছিল বাংলাদেশ। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আরও শক্তিশালী হলো টাইগারদের ঘূর্ণিঝড় আক্রমণ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দল।

দীর্ঘ বিরতির পর ফিরলেন ৩০ বছর বয়সী এই স্পিনার। সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। এখন পর্যন্ত ১৮টি ওয়ানডে খেলে ৪.৪৮ ইকোনমি রেটে ১৬টি উইকেট নিয়েছেন তিনি।

দলীয় সূত্র জানায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেট বিবেচনা করেই নাসুমকে দলে যুক্ত করা হয়েছে। এতে একদিকে যেমন বোলিং আক্রমণে বৈচিত্র্য আসবে, অন্যদিকে ক্যারিবীয় ব্যাটারদের বিপক্ষে বাড়বে কৌশলগত সুবিধাও।

বাংলাদেশ প্রথম ওয়ানডেতে জয় পেয়ে তিন ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর, উভয়ই মিরপুরে।

বাংলাদেশ ওয়ানডে দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *