রাজধানীর নাগরিকদের অন্যতম ভরসা মেট্রোরেল শুক্রবার (১০ অক্টোবর) নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে যাত্রা শুরু করেছে। বৃষ্টিজনিত বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহের তারে স্পার্ক (স্ফুলিঙ্গ) হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকে।
সাধারণত প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ট্রেন চলাচল শুরু হয়। তবে আজকের দিনে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রা শুরু বিলম্বিত হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL)-এর জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, “বৃষ্টির ফলে বিদ্যুৎ সরবরাহের তারে স্পার্ক হচ্ছিল, তাই নিরাপত্তার স্বার্থে কিছু সময় মেট্রোরেল চালানো বন্ধ রাখা হয়।”
পরে বিকেল ৪টার দিকে সমস্যাটি সমাধান হলে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু করে।
২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের পর থেকে রাজধানীবাসীর যাতায়াতে এক নতুন যুগের সূচনা হয়। DMTCL-এর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১৫ কোটিরও বেশি যাত্রী মেট্রোরেল সেবা নিয়েছেন।
বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু থাকা লাইন–৬-এ ১৬টি স্টেশন এবং ২৪ সেট আধুনিক ট্রেন রয়েছে, প্রতিটি সেটে ছয়টি বগি।
বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ত্রুটি নতুন কোনো প্রযুক্তিনির্ভর ব্যবস্থার জন্য অস্বাভাবিক নয়, তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে ভবিষ্যতে এ ধরনের বিঘ্ন এড়ানো সম্ভব।











