বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:22 pm
October 29, 2025 8:22 pm

ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, মুক্তি পাচ্ছেন সাজাপ্রাপ্ত ও অভিযুক্তরা

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন (DSA) নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে। উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর সংশোধনী অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব জানান—এই সিদ্ধান্তের ফলে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত, তদন্তাধীন বা অভিযুক্ত সব ব্যক্তি এখন মুক্তি পাচ্ছেন।

সংশোধিত অধ্যাদেশের ধারা অনুযায়ী, DSA–এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারাসহ সংশ্লিষ্ট অপরাধে চলমান মামলা, তদন্ত ও রায় সব বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ এসব ধারার আওতায় কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষ ভবিষ্যতে আর কোনো পদক্ষেপ নিতে পারবে না।

এছাড়াও একই বৈঠকে আরও দুটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদিত হয়েছে—

  • ব্যক্তিগত ডাটা সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (Personal Data Protection Ordinance 2025)

  • জাতীয় উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ (National Data Security Ordinance 2025)

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “এই নতুন আইনগুলো নাগরিকের ব্যক্তিগত তথ্য ও ডিজিটাল গোপনীয়তা সুরক্ষার দিকে বড় পদক্ষেপ। সরকার প্রযুক্তি ব্যবহারে স্বাধীনতা ও জবাবদিহির মধ্যে ভারসাম্য আনতে চায়।”

আইন বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের ডিজিটাল স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার ও সাইবার গভর্নেন্সে এক নতুন অধ্যায় সূচনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *