বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:56 pm
October 29, 2025 10:56 pm

বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক গতি, সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের মজুদ

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরে এসেছে স্বস্তির হাওয়া। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভ এখন ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার, যা সাম্প্রতিক মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ (BPM6) মানদণ্ড অনুযায়ী এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার—অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স বৃদ্ধিরপ্তানি আয়ে উন্নতি রিজার্ভ বৃদ্ধির মূল কারণ। ডলার সরবরাহ বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলো অতিরিক্ত ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, যা রিজার্ভে ইতিবাচক প্রবাহ তৈরি করেছে।

আরিফ হোসেন খান বলেন, “রেমিট্যান্স ইনফ্লো এবং নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার ফলে রিজার্ভে বৃদ্ধি দেখা যাচ্ছে।”

তথ্য অনুযায়ী, গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক ১৪টি নিলামের মাধ্যমে ২ বিলিয়ন ডলার কিনেছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে।

অর্থনীতিবিদদের মতে, রিজার্ভ বৃদ্ধির এই ধারা যদি স্থিতিশীল থাকে, তাহলে এটি দেশের আমদানি খাত, ডলার বাজারের স্থিতিশীলতা ও সামগ্রিক আর্থিক ভারসাম্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *