অনেক দিন ধরেই হলিউড তারকা টম ক্রুজ ও অভিনেত্রী আনা দে আরমাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেলেও সম্পর্ক নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। এবার শোনা যাচ্ছে, প্রেমিকা আনার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন টম।
কবে কিংবা কোথায় বিয়ে হবে, তা এখনও নিশ্চিত হয়নি। তবে ঘনিষ্ঠ মহলে গুঞ্জন—এই তারকা যুগল মহাকাশেই বিয়ে করার পরিকল্পনা করছেন! যদিও বিষয়টি নিয়ে টম বা আনা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এখনও তাদের বাগদান হয়নি। তবে ঘনিষ্ঠ মহল বলছে, আনাকে ঘিরে টম বড় কোনো পরিকল্পনা করছেন। এমনকি তাদের বিশেষ মুহূর্তকে করতে চান রোমাঞ্চকর—যেমনটা দেখা যায় মিশন ইমপসিবল সিনেমার স্টান্টে।
সূত্র জানিয়েছে, মহাকাশ ভ্রমণের প্রতি টম ক্রুজের প্রবল আগ্রহ রয়েছে। তাই মহাকাশে বিয়ে করার ধারণা তাকে বেশ উচ্ছ্বসিত করেছে। শুধু তাই নয়, বিয়ের পাশাপাশি স্পেসে গিয়ে স্কাই-ডাইভিং করার পরিকল্পনাও করছেন তিনি।
এখনও দিন-তারিখ কিছুই চূড়ান্ত না হলেও, ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্কের সিলমোহর পড়বে।











