বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 6:23 am
January 16, 2026 6:23 am

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭ জন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ৭ হাজার ৯১৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা পরবর্তীতে বার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষার ফলাফল আজই (শনিবার) প্রকাশ করা হয়েছে এবং তা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যাবে।

বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে তিন ধাপে পরীক্ষা পাস করতে হয়— এমসিকিউ, লিখিত ও মৌখিক। আইন বিষয়ে স্নাতক শেষ করার পর প্রার্থীকে ন্যূনতম ১০ বছর পেশায় থাকা একজন সিনিয়রের অধীনে ইন্টিমেশন জমা দিতে হয়। ইন্টিমেশন জমা দেওয়ার ছয় মাস পর তারা এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে পারেন।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার সুযোগ পান, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই শেষ ধাপের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবী হিসেবে স্বীকৃতি পান এবং পরবর্তীতে সংশ্লিষ্ট জেলা বার অ্যাসোসিয়েশনে যোগদান করে আনুষ্ঠানিকভাবে আইন পেশায় প্রবেশ করেন।

বাংলাদেশে আইনজীবীদের নিবন্ধন, নিয়ন্ত্রণ ও পেশাগত মানদণ্ড রক্ষায় বাংলাদেশ বার কাউন্সিলই একমাত্র সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *