বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 2:11 am
January 16, 2026 2:11 am

গাজায় শীতঝড়ের নির্মম আঘাত, আশ্রয়হীন মানুষের জীবন আরও দুর্বিষহ

গাজা উপত্যকায় শীতকালীন ঝড় ‘বাইরন’ আঘাত হেনে সৃষ্টি করেছে চরম মানবিক বিপর্যয়। তীব্র ঠান্ডা ও অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জীবনযাপন। দুর্যোগের এই কঠিন বাস্তবতার মধ্যেই মাত্র আট মাস বয়সী রাহাফ আবু জাজার নামের এক শিশুর মৃত্যু এলাকাজুড়ে আরও শোকের ছায়া ফেলেছে।

স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খান ইউনিসের অস্থায়ী তাঁবুতে শিশুটি ঠান্ডা ও পানি ঢুকে পড়ার কারণে রাতে মারা যায়। তার মা জানান, শিশুকে খাইয়ে ঘুম পাড়ানোর পর গভীর রাতে হঠাৎ দেখেন তাঁবুর ভেতর পানি ঢুকে পড়ে শিশুটির শরীর কাঁপতে শুরু করেছে। উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

গাজায় ঝড়-বৃষ্টির তাণ্ডবে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। নাজুক ও অস্থায়ী তাঁবুতে থাকা লক্ষাধিক মানুষের ওপর ঝড়ের প্রভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, মাত্র এক দিনে তারা ২ হাজার ৫০০টিরও বেশি জরুরি কল গ্রহণ করেছে। গাজা সিটির অন্তত তিনটি ভবন ঝড়ের দাপটে ধসে পড়েছে।

এদিকে ইসরায়েলি অবরোধের কারণে শীতকালীন সহায়তার প্রয়োজনীয় সামগ্রী সীমান্তে আটকে আছে। তাঁবু, কম্বল, উষ্ণ পোশাকসহ জীবনরক্ষাকারী সামগ্রী না থাকায় আশ্রয়হীন মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায়, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত মাত্র ১৫ হাজার ৬০০টি তাঁবু গাজায় ঢুকতে পেরেছে, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। উপত্যকায় বর্তমানে অন্তত ১২ লাখ ৯০ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন।

মানবাধিকার সংস্থা বি’তসেলেম জানিয়েছে, ৬ হাজার ৫০০টিরও বেশি শীতকালীন সহায়তা-বাহী ট্রাক ইসরায়েলের অনুমতির অপেক্ষায় সীমান্তে আটকে রয়েছে। ফলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা মানুষের কাছে পৌঁছাতে দেরি হচ্ছে।

সংকটের ভয়াবহতা তুলে ধরে ইউনিসেফ প্যালেস্টাইনের যোগাযোগ প্রধান জোনাথন ক্রিক্স বলেন, শিশুদের কাঁদায় হাঁটতে হচ্ছে খালি পায়ে, যা পানিবাহিত রোগের মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। ডায়রিয়া ও অন্যান্য সংক্রমণ যে কোনো সময় মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।

আলজাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে থাকা লোকজন নিরাপদ ভবনের খোঁজে দলে দলে স্থানান্তরিত হচ্ছে। গত দুই বছরের দুঃসহ যুদ্ধ পরিস্থিতির পর শীতঝড় মানুষের ওপর নতুন করে আরেকটি দুর্ভোগ চাপিয়ে দিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক সতর্ক করে বলেন, আরও শিশু হাইপোথার্মিয়ায় মারা যেতে পারে। তিনি জরুরি ভিত্তিতে উষ্ণ পোশাক, আশ্রয়সামগ্রী ও মানবিক সহায়তা গাজায় প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *