বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে ওঠার সোনালি সুযোগ পেয়েছিল। পাকিস্তানকে হারালে শিরোপা জেতার সম্ভাবনা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারার দায় নিয়েই দলের পক্ষ থেকে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস।
নিজের ফেসবুক পেজে মঙ্গলবার লিটন লিখেছেন,
“এশিয়া কাপ ২০২৫-এ আমরা দল হিসেবে আমাদের সেরাটা দিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জেতা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা বাংলাদেশের সব আবেগপ্রবণ সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।”
চোটের কারণে শেষ দুটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে না পারার দুঃখ ব্যক্ত করে লিটন লিখেছেন,
“ব্যক্তিগতভাবে, চোটের কারণে শেষ দুটি ম্যাচ খেলতে না পারা হৃদয়বিদারক ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারব না। আমি মাঠে ফেরার যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটা আমাকে দীর্ঘ সময়ের জন্য কষ্ট দেবে।”
তুর্নামেন্টজুড়ে ভক্তদের অবিস্মরণীয় সমর্থনের জন্য লিটন বলেছেন,
“সবশেষে বলতে চাই, পুরো টুর্নামেন্টজুড়ে অভাবনীয় সমর্থনের জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। বিশ্বের সেরা সমর্থকদের পেয়ে খেলোয়াড় হিসেবে আমরা সত্যিই ভাগ্যবান। আশা করি, আমরা খুব শিগগিরই আপনাদের যা প্রাপ্য তা ফিরিয়ে দিতে সক্ষম হব।”
লিটনের এই পোস্টে স্পষ্ট হয়েছে, দলের ব্যর্থতার দায় নেয়ার পাশাপাশি তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছেন।











