বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:17 pm
October 29, 2025 8:17 pm

আয়নাঘরে আটক রেখে ভিডিও বার্তার চাপ, আদালতে বিস্ফোরক জবানবন্দি উপদেষ্টা আসিফ মাহমুদের

২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনাবলি নিয়ে আলোচিত সাক্ষ্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দেওয়া তার জবানবন্দিতে উঠে এসেছে ভয়াবহ নির্যাতনের বর্ণনা — যেখানে তিনি দাবি করেছেন, আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা দিতে রাজি না হওয়ায় তাকে ‘ইনজেকশন পুশ করে অচেতন করে রাখা হয়।’

তিনি বলেন, ১৯ জুলাই ২০২৪, সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকা অবস্থায় ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তাকে গুলশান নিকেতন এলাকা থেকে তুলে নিয়ে যায়। চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় কথিত ‘আয়নাঘরে’। সেখানে তাকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিতে বলা হয়। কিন্তু রাজি না হওয়ায় তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলা হয়। পরদিন সকালে নিকেতনে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

পরবর্তীতে তিনি যখন ঢাকা ক্যান্টনমেন্টে ‘আয়নাঘর’ পরিদর্শনে যান, তখনই বুঝতে পারেন সেটিই ছিল তার বন্দিদশার স্থান।
চিকিৎসার জন্য তিনি ভর্তি হন গণস্বাস্থ্য নগর হাসপাতালে, যেখানে তাকে ও তার সহকর্মী নাহিদ ইসলামকে কড়া নজরদারিতে রাখা হয়, এমনকি মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার সাক্ষ্যগ্রহণ চলে। আদালত সাক্ষ্য অসমাপ্ত থাকায় আগামী ১৬ অক্টোবর অবশিষ্ট অংশ গ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন।

জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সহিংসতা, গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের প্রেক্ষিতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের প্যানেলে উপস্থিত ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা জজ মোহিতুল হক এনাম চৌধুরী

প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান, সহিদুল ইসলামমামুনুর রশীদ প্রমুখ।

আসিফ মাহমুদের এই সাক্ষ্যে নতুন করে আলোচনায় এসেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের ঘটনাবলি — যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে স্থান করে নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *