বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 10:49 pm
October 29, 2025 10:49 pm

সারা দেশে ভূমি সচিবের বিরুদ্ধে প্রায় ১০ লাখ মামলা

ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে— এমন তথ্য জানালেন নিজেই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। তিনি বলেন, অন্য মন্ত্রণালয় থেকেও ভূমি-সংক্রান্ত সেবা দেওয়া হলেও অভিযোগের মুখোমুখি হয় কেবল ভূমি মন্ত্রণালয়ই।

রোববার (২৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত ‘জনবান্ধব ভূমিসেবায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য দেন।

সালেহ আহমেদ বলেন, “ভূমিসেবার বিভিন্ন পর্যায়ে দালালের অস্তিত্ব এখনো রয়েছে। তবে ভূমির সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না— কিছু কাজ আইন মন্ত্রণালয়ের আওতাতেও পড়ে। কিন্তু সাধারণ মানুষ পুরো দোষ দেয় ভূমি মন্ত্রণালয়কেই।”

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী। তিনি বলেন, “ভূমি-সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ার ফলে নাগরিকরা ধীরে ধীরে অনলাইন সেবার প্রতি অভ্যস্ত হচ্ছেন।”

তিনি আরও জানান, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সারা দেশে ১৭ লাখ ৭৬ হাজার মিউটেশন আবেদন জমা পড়েছে— যা গত অর্থবছরের একই সময়ে ছিল প্রায় ১৩ লাখ

এমদাদুল হক আরও বলেন, “দেশের ৬১ জেলায় ৮২০টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। উপজেলা পর্যায়ে এই সেবা নিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২৭০ টাকা।”

ভূমি মন্ত্রণালয় জানায়, এসব কেন্দ্রের মাধ্যমে জনগণের কাছে স্বচ্ছ, দ্রুত ও দালালমুক্ত সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *