বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 9:59 am
October 29, 2025 9:59 am

সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির সরকার। গত এক সপ্তাহে পরিচালিত এই অভিযানে ২২ হাজার ৬১৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গালফ নিউজ–এর প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে অংশ নেয় সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী। অভিযানে গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, একই সময় ১৪ হাজার ৩৯ জন প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে। আরও ৩ হাজার ৯৩৯ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ২৩ হাজার ২১ জনকে ভ্রমণ নথি প্রস্তুতের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়, যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিলেন। এর মধ্যে ৫৪ শতাংশ ইথিওপীয়৪৫ শতাংশ ইয়েমেনি নাগরিক। অন্যদিকে, ৩৫ জনকে দেশ ছাড়ার সময় এবং ২৩ জনকে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহনে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে— যাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ এবং ১ হাজার ৫৬০ জন নারী

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয়, পরিবহন বা নিয়োগে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা) জরিমানা হতে পারে। অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তিও জব্দ করা হবে।

এছাড়া, জনগণকে অবৈধ প্রবাসীদের সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানানো হয়েছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *