এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামে জামাল ভূঁইয়ারা। ম্যাচের শুরুটা যদিও কিছুটা চাপে ছিল লাল–সবুজরা, কিন্তু দ্রুতই ছন্দ ফিরে পেয়ে আক্রমণাত্মক খেলা শুরু করে।
খেলার ১২ মিনিটেই আসে কাঙ্ক্ষিত গোল। ডি-বক্সের বাঁ দিক থেকে ফাউল আদায় করে নেয় ফয়সাল আহমেদ। ফলস্বরূপ ফ্রি কিক পায় বাংলাদেশ। আর সেখান থেকেই জাদু দেখান হামজা চৌধুরী — নিখুঁত ফ্রি কিকে বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। গোলরক্ষক শুধু তাকিয়ে দেখলেন বলের গতিপথ!
এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের দ্বিতীয় গোল করলেন হামজা। এর আগে ভুটানের বিপক্ষে করেছিলেন প্রথম গোল।
ম্যাচের প্রথম ১০ মিনিট হংকং কিছুটা আধিপত্য দেখালেও, গোল হজমের পর থেকেই ম্যাচের রাশ চলে আসে বাংলাদেশের হাতে। মাঠে তৈরি হয় একের পর এক আক্রমণ, দর্শকদের মধ্যে ফিরে আসে উচ্ছ্বাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে—আর সেই লিড এনে দিয়েছেন দলের নতুন তারকা হামজা চৌধুরী।











