দক্ষিণী ছবির জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের দিনক্ষণ নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে কাছের মানুষদের বরাতে জানা গেছে, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল।
বিয়ের স্থান হিসেবে ঠিক করা হয়েছে রাজস্থানের উদয়পুরের একটি ঐতিহ্যবাহী রাজপ্রাসাদ। ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশেই মূল আয়োজন হবে—বাগদানের মতোই অতিথির তালিকা সীমিত রাখার পরিকল্পনা করেছেন দুজন। চলচ্চিত্র জগতের সহকর্মীদের জন্য আলাদা কোনো বড় সংবর্ধনা হায়দরাবাদে হবে কি না, তা এখনও খোলাসা হয়নি।
গত বছরের অক্টোবরের শুরুতে নীরবে বাগদান সম্পন্ন করেন এই তারকা জুটি। প্রকাশ্যে বড় কোনো ঘোষণা না এলেও তাদের টিমের ঘনিষ্ঠ সূত্র সেই খবর নিশ্চিত করেছিল। তখনই ইঙ্গিত মিলেছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারিই হতে পারে বিশেষ মাস।
‘গীতা গোবিন্দম’ (২০১৮) ও ‘ডিয়ার কমরেড’ (২০১৯) ছবি দিয়ে পর্দায় chemistry গড়ে তুলেই বিপুল জনপ্রিয়তা পান বিজয়–রাশমিকা জুটি। পর্দার সেই বোঝাপড়াই বাস্তব জীবনের সম্পর্কে পরিণত হয়েছে—দীর্ঘদিনের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়ের পরিণতির দিকেই এগোচ্ছে।











