বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:49 am
January 16, 2026 12:49 am

বড়দিন উপলক্ষে অবৈধ অভিবাসীদের জন্য ‘বিশাল অফার’ ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করতে বড়দিন উপলক্ষে একটি বড় প্রণোদনা ঘোষণা করেছে। গণ-নির্বাসন জোরদার করা এবং আইন প্রয়োগ ব্যয় কমানোর সর্বশেষ উদ্যোগ হিসেবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) জানিয়েছে, যারা বছরের শেষের আগে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে সম্মত হবে, তাদের তিন হাজার ডলার নগদ সহায়তা এবং নিজ দেশে ফেরার সম্পূর্ণ ভ্রমণ ব্যয় বহন করা হবে।

ডিএইচএস এক বিবৃতিতে বলেছে, ‘যেসব অবৈধ অভিবাসী বছরের শেষের আগে সিবিপি (কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন) হোম অ্যাপের মাধ্যমে স্বেচ্ছা নির্বাসনের জন্য নিবন্ধন করবেন, তারা বিনামূল্যের ফ্লাইটের পাশাপাশি তিন হাজার ডলারের একটি ভাতা পাবেন। সিবিপি হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে দেশ ছাড়লে দেশ ত্যাগে ব্যর্থতার কারণে আরোপিত যেকোনো বেসামরিক জরিমানা বা দণ্ডও মওকুফের যোগ্যতা মিলবে।

এই তিন হাজার ডলারের প্রণোদনা মে মাসে ট্রাম্প প্রশাসন ঘোষিত এক হাজার ডলারের প্রস্তাবের তুলনায় তিন গুণ বেশি। বড়দিনের মৌসুমে নির্বাসন প্রক্রিয়া দ্রুততর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএইচএসের বিবৃতিতে আরো বলা হয়, ‘এই ছুটির মৌসুমে একজন অবৈধ অভিবাসী নিজের ও পরিবারের জন্য সবচেয়ে ভালো উপহার হতে পারে সিবিপি হোম অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা। এটি দ্রুত, বিনা মূল্যে এবং সহজ একটি প্রক্রিয়া।

শুধু অ্যাপটি ডাউনলোড করে নিজের তথ্য দিন, বাকি সব—নিজ দেশে ফেরার ব্যবস্থা, ব্যয়সহ ডিএইচএস দেখভাল করবে।’বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ‘যারা আজ এই বিশেষ প্রস্তাবের সুযোগ নেবেন না, তাদের সামনে একটিই বিকল্প থাকবে—তাদের গ্রেপ্তার করা হবে, জোরপূর্বক নির্বাসন দেওয়া হবে এবং তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না।’

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে অবৈধ অভিবাসীদের এই ‘উপহার’ গ্রহণ করে স্বেচ্ছায় দেশ ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি তারা তা না করে, আমরা তাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না।’

ডিএইচএসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ অনিবন্ধিত অভিবাসী স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়েছেন, যাদের মধ্যে ১০ হাজার ২০২৫ সালের জানুয়ারি থেকে সিবিপি হোম অ্যাপ ব্যবহার করেছেন।

উল্লেখ্য, সিবিপি অ্যাপটি বাইডেন প্রশাসনের সময় অভিবাসীদের আশ্রয় সাক্ষাৎকার নির্ধারণের জন্য তৈরি করা হয়েছিল। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এটি পুনরায় ব্র্যান্ডিং করে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *