যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে দেশটি ভেনেজুয়েলার ওপর দীর্ঘমেয়াদে তত্ত্বাবধান এবং তেল সম্পদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
নিউইয়র্ক টাইমসের দুই ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেন, কতদিন এই তত্ত্বাবধান চলবে তা সময়ই দেখাবে। পত্রিকার জিজ্ঞাসার উত্তরে তিনি জানান, “এটি তিন মাস, ছয় মাস বা এক বছরের চেয়ে অনেক দীর্ঘ সময় ধরে চলতে পারে।”
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দেশটিকে “অত্যন্ত লাভজনকভাবে পুনর্গঠন” করবে। ৩ জানুয়ারি রাতে পরিচালিত এক অভিযানে তিনি সেনা ব্যবহার করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র তেল ব্যবহার করবে, মূল্য নিয়ন্ত্রণ করবে এবং ভেনেজুয়েলাকে অর্থ সহায়তা দেবে, যা দেশটির জন্য জরুরি।
তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন। রদ্রিগেজ দীর্ঘদিন মাদুরোর ঘনিষ্ঠ এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ভাইস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রদ্রিগেজের সম্পর্ক “খুব ভালো” এবং নিয়মিত যোগাযোগ চলছে। তবে ব্যক্তিগতভাবে তিনি রদ্রিগেজের সঙ্গে কথা বলেছেন কি না, তা জানাতে অস্বীকার করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ভেনেজুয়েলায় আটকে থাকা সর্বোচ্চ ৫০ মিলিয়ন ব্যারেল তেল পরিশোধন ও বিক্রির পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলার সরকার “আমাদের প্রয়োজনীয় সবকিছু দিচ্ছে,” এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে নিয়মিত নজর রাখছে।
ট্রাম্পের এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেলের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব রাখার লক্ষ্য রাখছে এবং দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছে।











