বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 1:03 am
January 16, 2026 1:03 am

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে নেওয়া অবসর প্রত্যাহারের, জানিয়ে দিয়েছেন আবারও তিন ফরম্যাটেই খেলতে চান তিনি। দীর্ঘ এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব বলেন, বাংলাদেশের জার্সিতে শেষবার মাঠে নামার আগে তিনি একটি পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলতে চান।

ইংলিশ ক্রিকেটার মঈন আলীর সঙ্গে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে শাকিব বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে এখন আর কোনো ফরম্যাট থেকেই অবসর নেইনি। বাংলাদেশে ফিরে একটি পূর্ণ সিরিজ, ওডিআই, টেস্ট, টি-টোয়েন্টি খেলে তারপর অবসর নিতে চাই।

তিনি জানান, তিন ফরম্যাটের যেকোনো ক্রমানুসারেই তিনি বিদায় নিতে প্রস্তুত, টি-টোয়েন্টি দিয়ে শুরু হোক বা টেস্ট দিয়ে, সেটি গুরুত্বপূর্ণ নয়।

‘ভালো খেললাম কি না, সেটা বড় বিষয় নয়। ভক্তদের সামনে একটি হোম সিরিজ খেলেই বিদায় জানাতে চাই,’-যোগ করেন তিনি।

২০২৪ সালের মে মাসের পর থেকে সাকিব আর বাংলাদেশে ফেরেননি।

গত বছর তিনি পাকিস্তান ও ভারতের বিপক্ষে টেস্ট খেলেন; কানপুরে ভারতের বিপক্ষে টেস্টটিই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়ে সাকিব বলেন, ‘আমি আশাবাদী। তাই তো লিগ খেলে যাচ্ছি। আমার মনে হয়, এটা সম্ভব হবে।

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষে রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার ইঙ্গিতও দেন মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। ‘ক্রিকেটের কাজটা করেছি। এখন হয়তো রাজনৈতিক দিকটা বাকি। মানুষের জন্য কিছু করতে চাই,’- বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *