বুধবার রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ‘অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাণে গাইডলাইন প্রদান-বিষয়ক ল্যাব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্রের অর্থে তৈরি চলচ্চিত্রগুলো যেন শুধু বিনোদন নয়, মান ও বার্তায়ও অনন্য হয়—সেদিকেই আমাদের মনোযোগ দিতে হবে।”
তিনি আরও জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভবিষ্যতে এসব চলচ্চিত্রের মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা দেবে। উপদেষ্টা বলেন, “চলচ্চিত্র নির্মাতাদের দক্ষতা উন্নয়ন ছাড়া মানসম্মত সিনেমা তৈরি সম্ভব নয়। তরুণ নির্মাতাদের জন্য এই ল্যাব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করবে।”
আন্তর্জাতিক পর্যায়ের উদাহরণ তুলে ধরে মাহফুজ আলম বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে চলচ্চিত্র নির্মাণে সমন্বিত ব্যবস্থাপনা চালু রয়েছে, যেখানে সরকার, শিল্পী, ও প্রযুক্তিবিদ সবাই একসাথে কাজ করে। বাংলাদেশেও কবিরপুর ফিল্ম সিটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে সেই কাঠামোরই প্রতিফলন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জানান, এবারই প্রথমবারের মতো সরকারি উদ্যোগে অনুদানপ্রাপ্ত নির্মাতাদের নিয়ে এ ধরনের ল্যাব আয়োজন করা হয়েছে। তিনি নির্মাতাদের আহ্বান জানান, “এই ল্যাবে অর্জিত জ্ঞান যেন বাস্তব কাজে ব্যবহার হয়—তাহলেই চলচ্চিত্রের গুণগত মান সত্যিকার অর্থে বৃদ্ধি পাবে।”
ল্যাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এস এম ইমরান হোসেনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
#BangladeshFilm, #GovtGrantFilm, #InformationMinistry, #FilmIndustry, #BanglaCinema, #MofazzalAlam, #FilmLab, #CineWorkshop, #KabiurpurFilmCity, #CinemaDevelopment, #FilmmakerTraining, #BangladeshMedia, #CreativeIndustry, #FilmGrant2025, #DhakaEvent, #FilmMakingGuideline, #YoungFilmmakers, #FilmProduction, #CulturalDevelopment, #BanglaEnglishMix











