বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

October 29, 2025 8:28 pm
October 29, 2025 8:28 pm

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরলেন সৌম্য, ওয়ানডে দলে নতুন মুখ অঙ্কন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার, আর প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন

আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ এবং পেসার নাহিদ রানা। অন্যদিকে, চোটের কারণে এবারও দলে নেই লিটন দাস

এ বছরের ফেব্রুয়ারির পর এটি সৌম্য সরকারের ওয়ানডে দলে ফেরা। চোট ও ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন জাতীয় দলে ছিলেন না তিনি। নতুন মুখ অঙ্কন এর আগে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কেড়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি শুরু হবে আগামী ১৮ অক্টোবর, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ অক্টোবর, প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে

বাংলাদেশ ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি আনিক, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *