দীর্ঘ ২৫ বছরের সংগীত ভ্রমণ শেষে বিদায়ের ইঙ্গিত দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি জানালেন, চলতি সফরেই শেষ কনসার্ট করছেন তিনি—আর ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন নিজের সংগীতজীবন।
বর্তমানে তাহসান অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে বিশেষ আয়োজনের অংশ হিসেবে পারফর্ম করছেন। সংগীতজীবনের ২৫ বছর পূর্তির এই সফরেই হঠাৎ ঘোষণা দিয়ে তিনি ভক্তদের মধ্যে সৃষ্টি করেছেন আলোড়ন।
ভিডিও বার্তায় তাহসান বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ার থেকে সরে যাচ্ছি। মেয়ে এখন বড় হচ্ছে—এখন আর স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করতে ভালো লাগে না।”
তিনি আরও জানান, নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইতোমধ্যে ডিঅ্যাক্টিভ করেছেন, এবং ভবিষ্যতে হয়তো সম্পূর্ণ ব্যক্তিগত জীবনেই মনোযোগ দেবেন।
এর আগে, গত বছর অভিনয় থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছিলেন এই তারকা। তখন তিনি বলেছিলেন, “আমি ২০ বছর ধরে অভিনয় করছি। কখনো কখনো থেমে যাওয়া জরুরি, যাতে নতুনভাবে নিজেকে ফিরে পাওয়া যায়।”
তাহসানের এই সিদ্ধান্তে ভক্তদের অনেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন—কারও চোখে বিষণ্নতা, কারও কাছে এটি একজন শিল্পীর শান্ত জীবনের প্রত্যাবর্তন।










