বিশ্বজুড়ে খবর, এক ক্লিকেই

January 16, 2026 12:56 am
January 16, 2026 12:56 am

অভিষেক শর্মার ব্যাটে বিশ্বরেকর্ড: মাত্র ৫২৮ বলে এক হাজার রান

ভারতের তরুণ ব্যাটার অভিষেক শর্মা যেন রানের কারখানা খুলে বসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে ইতিহাস গড়লেন তিনি— মাত্র ৫২৮ বলেই এক হাজার রান পূর্ণ করে গড়লেন বিশ্বরেকর্ড।

এই অর্জনের মধ্য দিয়ে অভিষেক ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার টিম ডেভিডের পূর্বের রেকর্ড (৫৬৯ বল)। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত সবচেয়ে কম বল খেলে এক হাজার রান করা ব্যাটসম্যান তিনি।

এছাড়া মাত্র ২৮ ইনিংসে হাজার রান পূর্ণ করে অভিষেক হয়েছেন ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার—এ তালিকায় তার আগে আছেন একমাত্র বিরাট কোহলি (২৭ ইনিংস)।

বল সংখ্যার বিচারে শীর্ষে এখন অভিষেক, এরপর ক্রমানুসারে রয়েছেন টিম ডেভিড (৫৬৯ বল), সূর্যকুমার যাদব (৫৭৩ বল) এবং নিউজিল্যান্ডের ফিন অ্যালেন (৬১১ বল)।

তবে ম্যাচের হিসেবে দ্রুততম হাজার রানের রেকর্ড এখনও যৌথভাবে আছে ইংল্যান্ডের ডেভিড মালান ও চেক রিপাবলিকের সাবাউন দাভিজির দখলে— যারা মাত্র ২৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।

অভিষেকের রেকর্ড গড়ার ইনিংসটিতে নাটকীয়তাও ছিল। দুই দফা জীবন পেয়েছিলেন তিনি— কিন্তু সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। নিজের ব্যাটে লিখে ফেললেন নতুন ইতিহাসের গল্প, যা ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *