মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক কথায় দাপট দেখাল বাংলাদেশ। সৌম্য সরকার ও সাইফ হাসানের ঝলমলে ব্যাটিং, এরপর নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু—সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ১৭৯ রানের বিশাল জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
এ জয়ের মাধ্যমে প্রায় এক বছর পর ওয়ানডে সিরিজে হাসল বাংলাদেশ। সর্বশেষ সিরিজ জয় এসেছিল ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এবার নতুন অধ্যায়ে নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ, তার হাত ধরেই বাংলাদেশ পেল অধিনায়ক হিসেবে তার প্রথম সিরিজ শিরোপা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৭৬ রান—যা ম্যাচের ভিত্তি গড়ে দেয়। সৌম্য ৮৬ বলে ৯১ আর সাইফ ৭২ বলে ৮০ রান করে ফেরেন সাজঘরে। পরের দিকে হৃদয় (২৮) ও শান্ত (৪৪) দলকে নিয়ে যান ২৯৬ রানের লড়াকু সংগ্রহে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে আকিল হোসেন ছিলেন একমাত্র উজ্জ্বল দিক—তিনি ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন। কিন্তু এরপর শুরু হয় স্পিনারদের রাজত্ব। নাসুম আহমেদ মাত্র ৬ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নেন। তার সঙ্গে যোগ দেন তানভির ইসলাম (২/১৬) ও রিশাদ হোসেন (৩/৫৪)। মিরাজ নিজেও নেতৃত্বের দায়িত্বের পাশাপাশি তুলে নেন ২ উইকেট।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভেঙে পড়ে ঘূর্ণির ঘূর্ণিপাকে। পুরো দল গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে, ৩০.১ ওভার টিকেছিল তাদের ইনিংস। কেবল আকিল হোসেন কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছিলেন—১৫ বলে ২৭ রান করে।
এই জয় বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বড় জয় হিসেবে জায়গা করে নিল।









